প্রকাশ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ৭:৩০ পিএম | অনলাইন সংস্করণ
শরীয়তপুরে জেলা পর্যায়ে ‘এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৩’ বিষয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২অক্টোবর) শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন আব্দুল হাদী মোঃ শাহ পরান সভাপতির বক্তব্যে বলেন, বৈশ্বিকভাবে সাধারণত নারীরা যে ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন তার মধ্যে জরায়ুমুখ ক্যান্সার অন্যতম। এই টিকাটি অত্যন্ত নিরাপদ ও টিকা দিতে আতঙ্ক হওয়ার কিছু নেই।
এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’- এই স্লোগানে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম।
উপস্থাপনায় তিনি বলেন, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ১০-১৪ বছর বয়সি কিশোরীদের জন্য এইচপিভি টিকা নিশ্চিত করতে আমরা একসঙ্গে কাজ করে যাব। শরীয়তপুর জেলার ১২২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৮ হাজার ৯১৫জন কিশোরীকে টিকা দেয়ার জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। ১৫ অক্টোবর থেকে ১৮ কর্মদিবসব্যাপী এ কার্যক্রম চলবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইপি আই কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন, বাংলাদেশ বুলেটিনের জেলা প্রতিনিধি মোঃ আবুল হোসেন সরদার, জনকণ্ঠের জেলা প্রতিনিধি আবুল বাশার, যুগান্তরের জেলা প্রতিনিধি রায়হান কবির সোহেল, ভোরের কাগজের জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মাস্টার, দৈনিক ভোরের পাতার ব্যুরো চীফ মোহাম্মদ জামাল মল্লিক, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি বিএম ইস্রাফিল, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি কাজী নাসির প্রমুখ।