প্রকাশ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ৭:২৭ পিএম | অনলাইন সংস্করণ
বর্ণাঢ্য আয়োজনে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে র্যালী, আলোচনা সভা, কেট কাটা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। জাতীয় শ্রমিক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা শহরের ওয়ালটন মোড়স্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সমানে আলোচনা সভা ও কেট কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভা শেষে কেট কাটেন নেতৃবৃন্দ। পরে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বর্ণ্যাঢ্য র্যালী বের হয়। র্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে নবাবগঞ্জ সরকারি কলেজের বিপরীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।
এর আগে অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দল জলিল, সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফকরুল ইসলাম।
সভায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আগামী নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে শ্রমিক লীগের সকল নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে। সকল মতভেদ ভুলে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে শ্রমিক লীগের নেতাকর্মীরা।
আলোচনা সভায় অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি শাহরিয়ার শাহিন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শান্তনা হক, জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ। জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানার সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন, জেলা শ্রমিক লীগের সভাপতি শহিদুল ইসলাম রানা। আলোচনা সভা, কেট কাটা ও র্যালীতে শ্রমিক লীগের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।