বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চোরাই মালের রমরমা ব্যবসা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ৭:১০ পিএম | অনলাইন সংস্করণ

উত্তরবঙ্গ-বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে এলেঙ্গা হতে বঙ্গবন্ধুসেতু পূর্ব পর্যন্ত পরিবহনের মাধ্যমে  চোরাইমালামাল লোড-আনলোড করে গুদামজাত ও স্থানান্ত করে একটি চক্র চোরাই মালের রমরমা ব্যবসা পরিচালনা করে আসছে বলে অভিযোগ ওঠেছে।

জানাগেছে,ঢাকা-বঙ্গবন্ধুসেতু-উত্তরবঙ্গ মহাসড়কে বঙ্গবন্ধুসেতু পূর্বপাড় হতে এলেঙ্গার ভাবলা,সল্লা, আনালিয়াবাড়ীর বিভিন্ন পয়েন্টে ট্রাক,বাস, লড়িসহ বিভিন্ন পরিবহনে আনা চোরাই মালামাল লোড-আনলোড ও ক্রয়-বিক্রয়ের নিরাপদ পয়েন্ট হিসাবে বেছে নিয়েছেন চোরাকারবারিরা। প্রতিদিন সন্ধ্যা হতে ভোর রাত পর্যন্ত ওই সকল পয়েন্টে প্রকাশ্যে চলে চোরাই মাল লোড আন-লোড ও ক্রয় বিক্রয়। চোরাই ব্যবসায়ীরা তাদের মালামাল গুদামজাত করার জন্য চরভাবলা ও বঙ্গবন্ধুসেতু পূর্বপাড়ে রেল স্ট্রেশন এলাকায় বেশ কয়েকটি ঘর ভারা নিয়ে গোডাউন হিসাবে ব্যবহার করে  নিরাপদে ব্যবসা পরিচালনা  করে আসছে। তারা বিভিন্ন ট্রাক, বাস, ট্রাকলড়িতে দেশের বিভিন্নস্থান থেকে আসা রড,স্টীলসীট,কেরোসিন ডিজেল,পেট্রোল, অকটেন, গম, ভুট্টা, আদা রসুন,জিরা,এলাচি, লংসহ মশলা জাতীয় পণ্য, ভারতীয় শাড়ী এমনকি বিভিন্ন নেশা জাতীয় পণ্যের ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ ওঠেছে। 

এলেঙ্গা পৌরসভার চরভাবলা গ্রামের শহিদুল ইসলাম শান্ত নামের জনৈক সরকারি কর্মচারী  জোকারচরের রমজান আলী ও  চরভাবলার প্রভাবশালী ৮/৯ নয়জন ব্যক্তিকে নিয়ে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলেছেন। ওই সিন্ডিকেটে দীর্ঘদিন যাবত নির্বিঘ্নে চোরাই মালের ব্যবসা করে অগাধ বিত্তবৈভবের মালিক বনে গেছেন। প্রতিটি পয়েন্টে তাদের ১০/১২ জন লেবার সারারাত পরিবহনে আসা চোরাইমালামাল লোড - আনলোড করে গুদামজাত ও স্থানান্তরের কাজ করে থাকেন। পরিবনহন চালক সুপারভাইজার ও হেলপারদের সাথে মোবাইলে যোগাযোগ করে তারা নির্ধারিত পয়েন্টে মাল আনলোড করে এবং মূল্য পরিশোধ করে থাকেন।

অভিযু্ক্তু শহিদুল ইসলাম শান্ত জনান,চোরাই মালামাল লোড-আনলোড ও ক্রয়-বিক্রয়ের কাজে  আমি  জড়িত  নই। শুনেছি একটি চক্র এ কাজ থাকে।

এ বিষয়ে লেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ীর অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, এলেঙ্গা থেকে ব্ঙ্গবন্ধু সেতু পূর্ব এই এলাকাটি বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অধিনে বিধায় এ বিষয়ে আমার কোন ধারনা নেই। 

বঙ্গব্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর আশরাফ জানান, তিনি এই থানায় নতুন এসেছেন তাই এই চোরা কারবারিদের  সম্পর্কে কোন ধারণা নেই।  



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]