প্রকাশ: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, ৭:০৭ পিএম | অনলাইন সংস্করণ
প্রায় ৯৫ কোটি টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু ও তার স্ত্রী-সন্তান হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন।
বুধবার (১১ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান।
শেখ আব্দুল হাই বাচ্চু ছাড়া জামিন আবেদনকারী অন্যরা হলেন তার স্ত্রী শিরিন আক্তার, ছেলে শেখ শাহরিয়ার পান্না ও শেখ সাবিত হাই অনিক।
গত ৩ অক্টোবর ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের উপপরিচালক নুরুল হুদা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এতে বাচ্চুর স্ত্রী-সন্তানসহ আরও পাঁচজনকে আসামি করা হয়।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক মামলার বিষয়ে বলেন, বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলায় ৯৪ কোটি ৭৫ লাখ টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।