প্রকাশ: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ১০:১৬ পিএম | অনলাইন সংস্করণ
কুড়িগ্রামের রাজারহাটে কাগজি লেবু চাষ করে সফল অধীর চন্দ্র রায়(৫৩) নামের এক লেবু চাষী। ১০০কলম চারা লাগিয়ে এলাকায় লেবুর রাজা অধীর চন্দ্র রায় অবাক করেছেন। বছরে কলম চারা থেকে প্রায় দেড় থেকে ২লাখ লেবু উৎপাদন করে স্থানীয় বাজারে লেবুর চাহিদা পুরণ করেছেন। এলাকার মানুষ তাকে লেবুর রাজা অধীর বলেই চেনেন। সফল এই চাষীর বাড়ি উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ী খিলপাড়া গ্রামে।
অধীর চন্দ্র রায় বলেন, ৯৬ সালে পঁচিশ টাকা দিয়ে ৪টি গোল কাগজি লেবুর চারা এনে বাড়ির লাগাই। দেড় বছর পর চারটি গাছে প্রায় ৫ শতাধিক লেবু ধরে। গ্রাম্য পাইকার ডেকে লেবু বিক্রি করে ভালো লাভ হয়। বাজারে লম্বা জাতের কাগজি লেবুর চাহিদাবেশি থাকায় ২০০০ সালে জ্যাঠাতো ভাইয়ের কাছ থেকে ৪০টি কলম চারা বিশ টাকা দরে কিনে প্রথমে ২১শতক জমিতে রোপন করি।
ফলন ভালো হওয়ায় পরে ৪৪শতক জমিতে আরোও ৬০টি লম্বা জাতের কাগজি লেবুর কলম চারা রোপন করি। ৩বছর পর বাগান থেকে এক থেকে দেড় লাখ টাকা করি। ধান রোপনের চেয়ে লেবুর বাগানে লাভ বেশি। লেবু চাষের খরচও কম। লেবুর রাজা অধীর চন্দ্র রায়ের লেবু বাগান দেখে অবাক হয়ে অনেকে ধান চাষের পরিবর্তে লেবু চাষের উপর ঝুঁকে পড়েছেন।বাগান করার জন্য অধীর চৌধুরীর কাছেঅনেকে পরামর্শ নিচ্ছেন।
লেবু চাষ করে অধীর চন্দ্র রায় ছেলে মেয়েদের পড়াশোনা খরচের পাশাপাশি সংসারের চাহিদা পূরণ করছেন। একসময় অভাবের সংসারে মেটাতেপারত না ছেলে মেয়েদের চাহিদা ও সংসারের খরচ। এখন লেবু চাষ করে পাল্টে গেছে ভাগ্য বদলে গেছে জীবন সংসারের নেই কোন চিন্তা। কিনেছেন জমি, করেছেন পাকা বাড়ি,গাড়ি। এলাকায় অধীর চন্দ্র রায় এখন লেবুর রাজা হিসেবে পরিচিত।
রাজারহাট উপজেলা কৃষি অফিসার সাইফুর নাহার সাথী বলেন, অধীর চন্দ্র একজন সফল চাষী। প্রতিবছর লেবু বাগান থেকে কয়েক লাখ টাকা আয় করে।