প্রকাশ: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ১০:১৫ পিএম | অনলাইন সংস্করণ
শরীয়তপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: সোহেল আহমেদ এ রায় দেন।
আদালত সুত্রে জানা যায়,২০১৩ সালে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার কাচিকাাটা ইউনিয়নের বকাউল কান্দী গ্রামের অলি বেপারি ছেলে রাজা মিয়ার(৩২) সাথে চাঁদপুরের সদর উপজেলার রাজ রাজেশ্বর ইউনিয়নের গোয়াল নগর গ্রামের আব্দুল মালেক বেপারী মেয়ে কাঞ্চন মালা (২৮) সাথে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে রাজা মিয়া নিজের আর্থিক সচ্ছলতা ফিরানোর জন্য যৌতুক দাবী করে আসছিল।
এরপরে গত ২০২১ সালের জুন মাসের ৬ তারিখে কাঞ্চনমালা কাছের তার স্বামী রাজা মিয়া ২ লাখ টাকা যৌতুক দাবী করলে অস্বীকৃতি জানালে রাত সাড়ে ৯ টার দিকে বাঁশ দিয়ে মাথার পিছনে আঘাত করলে গুরতর আহত হন কাঞ্চনমালা । পরেরদিন তার অবস্থা অবনতি হলে ৭ জুন সকালে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ঢাকা নিয়ে যাওয়ার পথে মারা যান কাঞ্চনমালা।
পরবর্তীতে ৮ জুন নিহতের ভাই মো: মনির হোসন বাদী হয়ে রাজা মিয়াকে আসামী করে সখিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই দিনেই আসামি রাজা মিয়ে কে সখিপুর থানার পুলিশ গ্রেফতার করে পরের দিন ৯ জুন আদালত প্রেরণ করেন।
এবিষয়ে রাষ্ট্র পক্ষের সরকারি কৌশুলি ফিরোজ আহমেদ জানান, বাদী পক্ষ এই মামলায় আদালতের রায় সন্তুষ্ট । বাদীপক্ষ মনে করেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
এই মামলার আসামী পক্ষের আইনজীবী শাহ আলম বলেন, আদালতের রায়ে আসামি পক্ষ সংক্ষুব্ধ। আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। খুব শিগগিরই আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।