সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ে শতশত ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ
হাসিমুখ সেঞ্চুরী সাতক্ষীরার সার্বিক সহযোগিতায় জাতির জনক শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ে শতশত ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ে শতশত ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা রোপণের জন্য বিতরণ করা হয়। পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী,শিক্ষক এবং অফিস স্টাফ সহ ৬৫৯ টি গাছের চারা রোপণের জন্য বিতরণ করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মনিরুজ্জামান,পিপিএম,(পুলিশ সুপার,সাতক্ষীরা)। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শেখ এজাজ আহমেদ স্বপন,(শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক,সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ,আহবায়ক,বসন্তপুর নদীবন্দর বিষয়ক কমিটি,সদস্য,জাতীয় পরিষদ,বাংলাদেশ ছাত্রলীগ এবং পরিচালক,হাসিমুখ সেঞ্চুরী সাতক্ষীরা)।
গাছ বিতরণ কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ হাসান খান চৌধুরি,সহকারি প্রধান শিক্ষক মো: আব্দর রাজ্জাক,সহকারি শিক্ষক মনোয়ারা বেগম,মোছা: রাবেয়া খাতুন,মনোরঞ্জন কুমার মন্ডল,মো: ইমরান ফকির, রীনা ব্যানার্জী, অরুন কুমার ঘোষ, মীর রফিউল ইসলাম, মো: রবিউল ইসলাম,মো: আব্দুর রহিম, রোখসানা আরজু,খালেদা ফেরদৌস, শিখা রাণী,মোছা:রাহিমা খাতুন.চয়েন উদ্দিন, মো: জাকির হাসান, জাহাঙ্গির কবীর,ফিরোজা খাতুন,সহ অফিস স্টাফ ও কর্মচারি বৃন্দ।
প্রধান অতিথি কাজী মনিরুজ্জামান,পিপিএম,(পুলিশ সুপার,সাতক্ষীরা) নিজ হাতে ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা তুলে দেন,এবং ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন, তোমরা বাসায় গিয়ে গাছ লাগাবা,গাছের পরিচর্যা করবে , বাবা মায়ের কথা মেনে চলবা, মোবাইল ফোন ব্যাবহার করবে না সহ নানা উপদেশ প্রদান করেন।
গাছ বিতরণ কালে হাসিমুখ সেঞ্চুরী সাতক্ষীরার পরিচালক শেখ এজাজ আহমেদ স্বপন জানান, এবছর বর্ষা দীর্ঘ হওয়ায় অসংখ্য গাছ লাগানোর সুযোগ পেয়েছি,গাছ লাগানোর উপযুক্ত সময় এখন। এই বর্ষার মৌসুমে অসংখ্য গাছ লাগাতে চায়। হাসিমুখ সেঞ্চুরী সাতক্ষীরার পক্ষ থেকে আপনার পরিবারের জন্য ১টি গাছের চারা উপহার।