প্রকাশ: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ৯:৫২ পিএম | অনলাইন সংস্করণ
টাঙ্গাইলের কালিহাতীতে অপহরণ ও নারী নির্যাতন মামলায় ৩ জন ও অনৈতিক কার্যকলাপের মূল হোতা বেগমসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার ভোরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মানব পাচার ও অপহরণ এবং নারী নির্যাতন আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের কাগুজিপাড়া গ্রামের আবু তাহেরের স্ত্রী ও মানবপাচারের মূলহোতা বেগম আক্তার (৫০),সিংগাইর উত্তরপাড়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে শাহিনুর ইসলাম শাহিন(৪৫), বানিয়ারা গ্রামের শাহাজাদার ছেলে শাকিল(২৫),বরগুনা জেলার ডালুয়া ইউনিয়নের লেমুয়া খানবাড়ী গ্রামের জিন্নত আলী খানের মেয়ে ফাতেমা আক্তার(৩৭),ফরিদপুর জেলার পূর্বকান্দি গ্রামের মৃত রোকন শেখের ছেলে আবুল বাশার শেখ(৫৫),একই গ্রামের রশিদ শেখের ছেলে সজিব শেখ(২৬) ও সম্রাট শেখের স্ত্রী ববিতা(২২)।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুক জানান, বিশেষ অভিযান চালিয়ে অপহরণ ও নারী নির্যাতন মামলায় ৩ জন ও অনৈতিক কার্যকলাপের অপরাধে মূল হোতা বেগমসহ ৭ জনকে গ্রামের করা হয়। তাদের বিরুদ্ধে মানব পাচার ও অপহরণ এবং নারী নির্যাতন আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।