ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তান। গত শনিবার (৭ অক্টোবর) শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানে দেশটির পশ্চিমাঞ্চলের কয়েকটি প্রদেশে। এতে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। দেশের এমন দুর্দিনে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আফগান স্পিনার রশিদ খান। চলমান বিশ্বকাপ থেকে পাওয়া ম্যাচ ফির পুরোটাই দান করে দিবেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি লিখেছেন, 'আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের প্রদেশে (হেরাত, ফারাহ এবং বাডঘিস) ভূমিকম্পের করুণ পরিণতি সম্পর্কে জেনে আমি খুবই দুঃখ পেয়েছি। ক্ষতিগ্রস্ত লোকদের সাহায্যার্থে বিশ্বকাপ থেকে পাওয়া আমার সব ম্যাচ ফি দান করবো। শীঘ্রই সাহায্য করতে পারবে এমন লোকদের নিয়ে আমরা তহবিল গঠন করবো।'
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলছে। সর্বশেষ খবর অনুযায়ী, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। দুই দশকের মধ্যে দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। ক্ষয়ক্ষতি পরিমাণও কোনো অংশে কম নয়।
বাংলাদেশসহ কয়েকটি দেশ বাকি থাকলেও ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ উপলক্ষে এরই মধ্যে দল ঘোষণা করে দিয়েছে বেশিরভাগ দল। সেই তালিকার সর্বশেষ সংযোজন আফগানিস্তান। নিয়মিত অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদিকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানরা।
আফগানিস্তানের ঘোষিত ১৫ সদস্যের দলে ফেরানো হয়েছে ২ বছর দলের বাইরে থাকা পেসার নাভিন উল হককে। আর চোট কাটিয়ে ফিরেছেন আজমাতুল্লাহ ওমারজাই। তবে ১৫ সদস্যের দলে জায়গা হয়নি ২০১৯ সালে আফগানিস্তানের নেতৃত্ব দেওয়া গুলবাদিন নাইবের। রিজার্ভ দলে রাখা হয়েছে তাকে। এশিয়া কাপেও দলের স্কোয়াডে ছিলেন তিনি।
এশিয়া কাপের দল থেকে নাইব ছাড়া বাদ পড়াদের মধ্যে আছেন শরাফউদ্দিন আশরাফ, করিম জানাত এবং সুলিমান সাফি। তবে রিজার্ভ দলে শরাফউদ্দিনকে রাখা হয়েছে।
বিশ্বকাপে আফগানিস্তানের প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। ৫ অক্টোবর শুরু হওয়া টুর্নামেন্টে এই দুই দল লড়বে আগামী ৭ অক্টোবর, ধর্মশালায়। এটি নিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে আফগানিস্তান। এবার সুপার লিগ দিয়ে সরাসরি বিশ্বকাপের টিকিট কেটেছে হাশমতউল্লাহ শাহিদির দল।