মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
নদীগর্ভে স্কুল ভবন, টিনের ছাউনিতে ক্লাস
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ অক্টোবর, ২০২৩, ৯:৪৬ পিএম | অনলাইন সংস্করণ

চলতি বছরে যমুনার ভাঙ্গনে বিলীন হয়েছে সিরাজগঞ্জের বেলকুচি ও চৌহালী উপজেলার নয়টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন। এতে শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে পড়েছে-ঝড়ে পড়ছে কোমলমতি ছাত্র-ছাত্রীদের শিক্ষা জীনব। তবে শিক্ষার্থীদের ঝড়ে পড়ারোধে খোলা আকাশের নীচে টিনের ছাউনি ও মানুষের বসতবাড়ীর আঙ্গিনায় কোনরকমে ছাপড়া তুলে ঝুকিপুর্নভাবে পাঠদান চালিয়ে নেয়ার চেষ্টা করছে শিক্ষা অফিস। কিন্তু সেখানেও প্রয়োজনীয় চেয়ার-টেবিল বে  ও আসবাসপত্র না থাকায় ঠিকমতো পাঠদান চালানো সম্ভব হচ্ছে না। রোদ-বৃষ্টি ও ঝড়ে কোমলমতি শিশু-শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এঅবস্থায় দ্রুত ভবন নির্মানের দাবী জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। 

জানা যায়, যমুনার কোলঘেষে সিরাজগঞ্জের বেলকুচি ও চৌহালী উপজেলা অবস্থিত। প্রতি বছর যমুনার ভাঙ্গনে শতশত বসতভিটা ও ফসলি জমি বিলীন হয়ে যায়। সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানও বিলীন হয়ে যায়। এবছর চৌহালী উপজেলার চর মুরাদপুর, পশ্চিম শৈলজানা, ধুকুলিয়া, চান্দৈর, চরসলিমাবাদ, পয়লাপুর্বপাড়া চর সলিমাবাদ দক্ষিন সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বেলকুচি উপজেলার মেহেরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ দুটি ভবন বিলীন হয়ে গেছে। ভবন বিলীন হওয়ায় খোলা আকাশে টিনের ছাউনি তুলে পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে। বৃষ্টি হলেই পাঠদান বন্ধ করা হচ্ছে। বই খাতা ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। ছাত্রছাত্রীরা বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে অন্যত্র আশ্রয় নিচ্ছে। রোদ-বৃষ্টির মধ্যে দুর্ভোগে মধ্যে পড়াশোনা করতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থী। 
বেলকুচির মেহেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ের ভবনটি সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীর ২০০ মিটার অদুরে একটি খোলা মাঠে টিন দিয়ে একটি ছাউনি তুলে আমাদের পড়াশোনা করানো হচ্ছে। এভাবে পড়াশোনা করা খুব কষ্ট হচ্ছে। বৃষ্টি আসলেই বই খাতা ভিজে যায়, আমরাও ভিজে যাই। একটু জোরে বৃষ্টি হলে অন্যের বাড়ীতে চলে যেতে হয়। 

আর শিক্ষকরা বলছেন, শিক্ষার্থীরা যেন ঝড়ে না যায় সে জন্য ছাউনি তুলে শিক্ষাকার্যক্রম চালু রাখা হয়েছে। ব্লাকবোর্ড রাখার জায়গা নেই। খাতাপত্র রাখার জায়গা নেই। পড়াশোনা ঠিকমতো করানো যাচ্ছে না। 

মেহেরনগর স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকেরা বলছেন, প্রধান শিক্ষক টিনের ছাউনি তুলে দুই-চারজন ছেলেমেয়ে নিয়ে বসে থাকেন। এখানে পাঠদানের কোনো পরিবেশ নেই। ভবন না থাকায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে এলাকার শিশুরা শিক্ষা থেকে বি ত হচ্ছে। অভিভাবকরা আরো বলছেন, অনেক শিক্ষার্থীর বসতভিটা ভেঙ্গে যাওয়ায় অন্যত্র চলে যাওয়ায় শিক্ষা থেকে ঝড়ে পড়ছে। 

মেহেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান নদীগর্ভে বিলীন হবার পর থেকে খোলা মাঠে ছাউনি তুলে আমরা কোন রকমে শিক্ষা কার্যক্রম চালু রেখেছি। শিক্ষার পরিবেশ না থাকায় ঠিকমত শিক্ষা প্রদান করাও সম্ভব হচ্ছে না। 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, চলতি বর্ষা মৌসুমে বেলকুচি উপজেলার বড়ধূল ইউনিয়নের দুটি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে চলে গেছে। আমরা দুটি স্কুলের শিক্ষার্থীরা যেন ঝরে না পড়ে, সেজন্য অস্থায়ীভাবে ছাউনি তুলে শিক্ষকদের শিক্ষা কার্যক্রম সচল রাখতে বলেছি। পাশাপাশি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে স্কুল সম্পর্কে জানিয়েছি। একটি ফান্ডের আশা করছি। ফান্ডটি পেলে খুব দ্রুত আমরা ওই স্কুল দুটিতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে পারব।

চৌহালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান সেখ জানান, সাতটি স্কুল নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর মধ্যে তিনটি স্কুলে টিনের ছাউনি তুলে পাঠদান এবং চারটি স্কুল লোকের বসতবাড়ীতে ছাপড়া তুলে কোন রকমে শিক্ষা কার্যক্রম চালু রাখা হয়েছে। শিক্ষার পরিবেশ ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে জানিয়ে বলেন, স্কুলের তথ্য শিক্ষা অধিদপ্তরের জানানো হয়েছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় ভবন নির্মান করা হলে শিক্ষার পরিবেশ ফিরে আসবে। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]