প্রকাশ: রোববার, ৮ অক্টোবর, ২০২৩, ৮:২৯ পিএম | অনলাইন সংস্করণ
ফিলিস্তিনিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধের ঘোষণা দিলো ইসরাইল। শনিবার (৭ আক্টোবর) রাতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের ব্যাপক হামলার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসেছিল ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা। বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা দেশটিকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধে অংশ নিতে ভোট দিয়েছে।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মন্ত্রিসভার এই অনুমোদনের ফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ইসরাইলের আইন অনুযায়ী এখন ‘উল্লেখযোগ্য সামরিক কর্মকাণ্ড’ চালাতে পারবেন।
ইসরােইলের সংবিধান অনুযায়ী, সরকারের সিদ্ধান্ত বা অনুমতি ব্যতীত দেশ কোনো পক্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না। শনিবার রাতে মন্ত্রিসভার উচ্চপর্যায়ের কমিটির অনুমোদন পাওয়ার পর এখন ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ চালানোর বৈধতা পেলেন নেতানিয়াহু।
পবিত্র আল-আকসা মসজিদে হামলা এবং অবৈধ বসতি স্থাপনের জবাব দিতে শনিবার (৭ অক্টোবর) ভোর থেকে ইসরাইলের বিভিন্ন এলাকায় রকেট হামলা শুরু করে হামাস।
হামাসের হামলায় ইসরাইলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬০০ জনে, আহত হয়েছেন দুই হাজারের বেশি। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
হামাসের হামলায় প্রথমে ২৬ সেনা নিহতের তথ্য জানিয়েছিল ইসরাইলি সেনাবাহিনী। তবে রোববার ইসরাইল সরকারের একটি সূত্র জানিয়েছে, হামলায় তাদের ৪৪ জন সেনা ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর ৩০ সদস্য নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। তারা পুলিশ, সীমান্তরক্ষী এবং সন্ত্রাসবিরোধী বাহিনী ইয়ামামের সদস্য ছিলেন।
এদিকে, ইসরাইলি বাহিনীর পাল্টা হামলায় গাজায় ৩১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২ হাজার মানুষ।