প্রকাশ: রোববার, ৮ অক্টোবর, ২০২৩, ১২:৫০ পিএম | অনলাইন সংস্করণ
ইসরায়েলের সীমান্ত এলাকায় হামলা চালিয়েছে লেবাননের সংগঠন হিজবুল্লাহ।
রবিবার (৮ অক্টোবর) হিজবুল্লাহর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।
লেবাননের এই সংগঠন এক বিবৃতিতে জানায়, ইসরায়েল অধিকৃত লেবাননের শেবা খামারের তিন অবস্থানে আক্রমণ চালিয়েছে হিজবুল্লাহ। এই হামলায় বিপুল পরিমাণ কামানের গোলা ও গাইডেড (সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম) ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
তারা আরও জানায়, হিজবুল্লাহ শনিবার ফিলিস্তিনি সংগঠন হামাসের ইসরায়েলের বিরুদ্ধে আকাশ, সমুদ্র ও স্থলপথে হামলার সঙ্গে 'একাত্মতা' ঘোষণা করছে।
এর আগে এএফপি জানায়, ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে কামানের গোলাবর্ষণ করতে যাচ্ছে। ওই অঞ্চল থেকে আসা হামলার প্রত্যুত্তরে পাল্টা হামলার চালানোর কথা জানায় ইসরায়েল।
এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী জানায়, লেবাননের যে অঞ্চল থেকে হামলা চালানো হচ্ছে জবাবে সেখানে ইসরায়েল পাল্টা গোলাবর্ষন শুরু করেছে।
বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে এই বিবৃতি প্রকাশ করে ইসরায়েল। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি।