বোয়ালমারীর গ্রামে গ্রামে ঘুরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন আরিফুর রহমান দোলন
প্রকাশ: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩, ৯:৫৬ পিএম | অনলাইন সংস্করণ
ভয়াবহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ফরিদপুরের বোয়ালমারী উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ফরিদপুর-১ আসনের মা-মাটি ও মানুষের প্রিয়নেতা, কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন।
শনিবার দিনব্যাপী উপজেলার রূপপাত ইউনিয়ন, শেখর ইউনিয়ন ও পরমেশ্বরদী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত হওয়া গ্রামগুলো পরিদর্শন করেন তিনি।
এসময় ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেন আরিফুর রহমান দোলন। সেইসঙ্গে তাঁর প্রতিষ্ঠিত সমাজ সেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
বৃহস্পতিবার রাতে ভয়াবহ এ ঘূর্ণিঝড়ের ঘটনা ঘটে। ঘূর্ণিঝড়ে উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম লন্ডভন্ড হয়ে যায়। এতে শতাধিক ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গাছপালা উপড়ে পড়ে। কয়েকটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ সংযোগও বন্ধ হয়ে যায়। এ অবস্থায় ক্ষতিগ্রস্তরা অনেকে খোলা আকাশের নিচে ও আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন।
এসময় জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মৃধা, জেলা পরিষদ সদস্য আহসান হাবীব হাসান শিকদার, রূপপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সোনা মিয়া, শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ, রূপপাত ইউপি সদস্য মুঞ্জু, শেখর ইউপি সদস্য পান্নু, শেখর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি উসমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।