প্রকাশ: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩, ৬:১৫ পিএম আপডেট: ০৬.১০.২০২৩ ৬:১৮ পিএম | অনলাইন সংস্করণ
শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পরে বাবর আজমের দল। কিন্তু মিডল ও লোয়ার অর্ডারের দৃঢ়তায় শেষ পর্যন্ত ডাচদের ২৮৭ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান।
তবে ডাচদের বিপক্ষে অলআউট হওয়ার লজ্জা এড়াতে পারেননি বাবরা।
ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৯ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ২৮৬ রানে অলআউট হয়েছে পাকিস্তান ক্রিকেট দল। ফলে নেদারল্যান্ডস দলের টার্গেট দাঁড়ায় ২৮৭ রান।
টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৩০ রানের মাথায় তিন উইকেট হারায় বাবর আজমের দল। দারুণ নৈপুণ্য দেখিয়ে বিশ্বকাপে পা রাখা ডাচরা যেন ভিন্ন কিছুরই ইঙ্গিত দিচ্ছিল। সেখান থেকে রিজওয়ান-শাকিল পাকিস্তানকে টেনে তোলেন। সমান ৬৮ রানের ইনিংস খেলেছেন দুজনই। এছাড়া শেষদিকে মোহাম্মদ নেওয়াজ ও শাদাব খানের ত্রিশ পেরোনো ইনিংসে বাবররা জয়ের ভিত পায়। পাকিস্তানের এমন ব্যাটিং দৈন্যতায় বড় ভূমিকা রেখেছেন ডাচ পেসার বাস ডি লিড। তিনি একাই চার উইকেট নিয়েছেন।