কারাবন্দিদের মাদকাসক্ত জীবন থেকে মাদকমুক্ত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে ক্রিকেট টুর্নামেন্টর আয়োজন করা হয়েছে। ঢাকার কেরাণীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে ‘বঙ্গবন্ধু প্রিজন্স কাপ-২০২৩’ নামে ক্রিকেট টুর্নামেন্টটি শুরু করেছে কারা কর্তৃপক্ষ।
বুধবার (৪ অক্টোবর) দুপুরে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা।
উদ্বোধনী অনুষ্ঠানে কারাগারের উন্নয়নমূলক এ ধরনের কর্মকাণ্ডে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মাশরাফি। পাশাপাশি কারাগারে চলমান কর্মমুখী বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে বন্দিদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান তিনি।
মাশরাফি বলেন, বন্দিরা সুনাগরিক হয়ে সমাজে ফিরে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় শামিল হলে বাংলাদেশ দ্রুতই উন্নত, সমৃদ্ধশালী ও স্মার্ট সোনার বাংলায় রূপান্তরিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে খেলার মাঠে প্রবেশ করেন মাশরাফি বিন মুর্তজা। এ সময় ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেওয়া বন্দীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পরে উদ্বোধনী ম্যাচে অংশ নেওয়া দুই দলের মধ্যে টস করেন।
বন্দীদের উৎসাহ দিতে টুর্নামেন্টে অংশ নিয়েছেন কারাগারের স্টাফরাও। বন্দীদের দল কেইস টেবিল রাইটার ও স্টাফদের দল কিংস সুপার স্টার উদ্বোধনী খেলায় অংশ নেয়। মাশরাফি বিন মুর্তজা বন্দীদের কেইস টেবিল রাইটারদের পক্ষে বোলিং ও ব্যাটিং করেন। জাতীয় দলের সাবেক অধিনায়ককে কাছে পেয়ে আনন্দে মেতে ওঠেন বন্দীরা।
অনুষ্ঠানে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল সুজাউর রহমান, কারা উপমহাপরিদর্শক এ কে এম ফজলুল হক ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।