প্রকাশ: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ৯:৩০ পিএম | অনলাইন সংস্করণ
শরীয়তপুরের নড়িয়ায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ও উন্নয়ন সমিতির নুসা'র বাস্তবায়নে কৃষি বাণিজ্যিকীকরণ এবং এন্টারপ্রাইজ (PACE) প্রচার করা, নিরাপদ মৎস্য উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি” শীর্ষক ভ্যালু চেইন উপ প্রকল্পের আওতায় ট্রেনিং শেষে মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার ৪ অক্টোবর নড়িয়া উন্নয়ন সমিতি নুসা'র প্রধান কার্যালয় বেলা ১১ মৎস্য চাষীদের মাঝে এই উপকরণ বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উন্নয়ন সমিতি নুসা'র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী। আরও উপস্থিত ছিলেন নড়িয়া উন্নয়ন সমিতি নুসা'র যুগ্ম পরিচালক জয়দেবচন্দ্র কুন্ডু, উপপরিচালক কবির হোসেন, জাহাঙ্গীর হোসেন মাল ,আমিনুল ইসলাম মিন্টু, সহকারী পরিচালক ফারুক হোসেন ছৈয়াল, নড়িয়া উন্নয়ন সমিতি নুসা'র ভ্যালু চেইন কর্মকর্তা মোঃ শাহিন কবির প্রমুখ।
এসময় মৎস্য চাষীদের মাঝে pH মিটার, এমোনিয়া কিট, ব্যাগ, ছাতা,ভেস্ট, গামবুট ও মৎস্য চাষে সহায়ক পুস্তিকা ও প্রচারপত্র উপকরণ সমূহ বিতরণ করা হয়। এই প্রকল্পের আওতায় ৩০ টি গ্রুপের মধ্যে এ পর্যন্ত ২৩টি গ্রুপের ট্রেনিং শেষে উপকরণ বিতরণ করা হয়েছে। আরও ৭টি গ্রুপে মৎস্য চাষীদের ট্রেনিং শেষে উপকরণ বিতরণ করা হবে। একেকটি গ্রুপে ৩০ জন করে মৎস্য চাষীদের ট্রেনিং দেওয়া হয়।