শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
দেশে উন্নয়ন অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই: বীর বাহাদুর
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ৯:২২ পিএম আপডেট: ০৪.১০.২০২৩ ৯:৩৩ পিএম | অনলাইন সংস্করণ

নাইক্ষ্যংছড়িতে বান্দরবান জেলাপরিষদ, পার্বত্য চট্রগ্রাম ঊন্নয়ন বোর্ড, এলজিইডি ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং জনস্বাস্থ্যের অর্থায়নে ১৭কোটি ৬৬ লক্ষ টাকার ১৯টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নাইক্ষ্যংছড়ি রেষ্ট হাউস প্রাঙ্গণে রেষ্ট হাউসের নতুন ভবন ও সোনাইছড়ি ইউনিয়নের বটতলী বাজারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব প্রকল্পের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রকল্পগুলোর মধ্যে জেলাপরিষদের ৩ কোটি ৫৫ লক্ষ টাকা, উন্নয়ন বোর্ডের ২কোটি ৫০ লক্ষ টাকা, এলজিইডি ৮কোটি ৮৬লক্ষ টাকা, জনস্বাস্থ্য প্রকৌশলীর ২কোটি টাকা এবং দুর্যোগ ব্যবস্থাপনার ৮৩ লক্ষ টাকা ব্যয়ে এসব প্রকল্প উদ্বোধন করা হয়।

 এর পর উপজেলার সোনাইছড়ি বটতলী বাজারে উপজেলা আওয়ামীলীগের আয়োজিত  বিশাল জনসভায় প্রধান অতিথি বক্তব্যে পার্বত্যমন্ত্রী বলেন, জেলার দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগ,স্বাস্থ্য ও বিদ্যুৎ সহ বিভিন্ন খাতে উন্নয়নের জোয়ার বইছে, আর এর সুফল পাচ্ছেন স্থানীয় জনগণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানেই এসব উন্নয়ন সম্ভব হয়েছে। 

তিনি আরও বলেন, বর্তমান সরকার পাহাড়ে সাধারণ মানুষের উন্নয়নে ব্যাপক কাজ করছে। আওয়ামীলীগ আবারো ক্ষমতায় এলে দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার কথা উল্লেখ করে বলেন দেশে উন্নয়ন অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই,

সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এনিং মার্মা'র সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস,বান্দরবান জেলা আওয়ামীলীগের  যুগ্ন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, জেলা পরিষদের সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ক্যানেওয়ান চাক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের প্রকল্প নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত, এলজিইডি নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, জেলাপরিষদ নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান,উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা,থানা’র অফিসার ইনচার্জ ওসি টানটু সাহা, জেলা আওয়ামী লীগের সদস্য মো: আবু তাহের কোম্পানী, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা মার্মা, ভাইস চেয়ারম্যান মহিলা শামীমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দোছড়ি ইউপি চেয়ারম্যান মো: ইমরান, সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন,বাইশারী ইউপি চেয়ারম্যান মো: আলম, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]