চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ড এর বেলেপুকুর এলাকার শতাধিক পরিবার গত এক মাস যাবত পানিবন্দী হয়ে পড়ে চরম মানবেতার জীবন যাপন করছে। পৌরসভা কতৃপক্ষ সব কিছু জেনেও শীত নিদ্রায় গভীর ঘুমে আচ্ছন্ন।
জানা গেছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার তিন ওয়ার্ড এর বেলেপুকুর মুল শহরের সন্নিকটে অবস্থিত। এখানে প্রায় দশ হাজার পরিবার বসবাস করলেও বেলেপুকুর এলাকার প্রায় শতাধিক পরিবার পানিবদ্ধতার কারনে বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হয়ে মানবেতর ভাবে জীবন যাপন করছেন। পানি বদ্ধতার কারনে শিক্ষার্থীদের স্কুল ও কলেজ যাওয়া বন্ধ রয়েছে। বেলেপুকুর এলাকার পানিবন্দী হাসান কবির বুলবুল অভিযোগ করে বলেন মোঃ নেদাউল ইসলাম, মোঃ আলাউদ্দিন, মাসুদ বি ডি আর, মোঃ সাবুর নিচ তলা ডুবে আছে। এমতাবস্থায় ঐসব পরিবারের সদস্যরা পানি ভেঙে বাজার যাওয়াসহ প্রতিদিনের নিত্যদিনের কাজকর্ম কোনরকমে চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় গৃহবধূ সাথী আক্তার জানান, দীর্ঘ দিন ধরে পানি বদ্ধ থাকলেও যেন পৌরসভা কতৃপক্ষের কোন দায়িত্ব নেই। তাঁদের এ করুন দুর্দশা লাঘবে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
তিন নম্বর ওয়ার্ড কমিশনার রাজু আহমেদ বলেন নিউ মার্কেট, ডিসি অফিস সহ কয়েকটি এলাকার পানি এখানে এসে জমা হয়।পানি নিস্কাশনের এর কোন ব্যাবস্থা না থাকার এ অচলাবস্থার সৃষ্টি। তিনি আরও বলেন অক্টের মোড় থেকে শিয়ালা মোড় পর্যন্ত যে ড্রেনটি ছিল তা পুরোপুরি বন্দ রয়েছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বর্তমানে ড্রেনের সংস্কার কাজ চলছে, আশাকরি ২ মাসের মধ্যে তা শেষ হবে।
স্থানীয় বাসিন্দা মোঃ আলাউদ্দিন বলেন, ৫০টি বাড়ির নিচুতলা পানিতে নিমজ্জিত, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া বন্দ রয়েছে। আর মেয়র ও কাউন্সিলার দেখেও না দেখার ভান করছে।
স্থানীয় আরেক গৃহবধূ রোকশানা বেগম ক্ষোভের সাথে নারীদের একরকম বাসা থেকে বের হওয়া অসম্ভব হয়ে পড়েছে।
নবাবগঞ্জ সরকারি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ মাজহারুল ইসলাম তরু বলেন, পৌর কতৃপক্ষের উচিত অনতিবিলম্বে মেশিন লাগিয়ে পানি নিষ্কাশন করা।দীর্ঘ দিন পানি জমে থাকায়, ছোট শিশু ও বৃদ্ধোরা নানা ধরনের জটিল রোগে আক্রান্ত। এ ছাড়া নারীদের বাড়ি থেকে বের হওয়া অসম্ভব হয়ে পড়েছে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মোঃ সালেহ উদ্দিন জানান, মুল শহরের বেশির ভাগ পানি অক্টের মোড় হয়ে ড্রেনের মাধ্যমে শেয়ালা কলোনি দিয়ে বিলে চলে যেত,কিন্তু দুর্ভাগ্য বিগত পৌরসভা কতৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহন না করে ড্রেনটিকে পরিতক্ত ঘোষণা করায় এ অচলাবস্থার সৃষ্টি। তিনি এ ড্রেনটির সংস্কার কার্যক্রম চলমান রয়েছে বলে দাবী করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের এম পি আব্দুল ওদুদ বিশ্বাস বলেন, তিনি এলাকাটি পরিদর্শন করেছেন। জনগণের দুর্ভোগ লাঘবে তাত্ক্ষণিকভাবে টাকা বরাদ্দ দিয়ে আপাতত পুরানো ড্রেনটি পরিস্কার করে পানি নিষ্কাশনের ব্যাবস্থা করার নির্দেশনা দিয়েছেন।