প্রকাশ: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ৭:৫৮ পিএম আপডেট: ০৪.১০.২০২৩ ৮:০৪ পিএম | অনলাইন সংস্করণ
“রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ” এ স্লোগান ধারণ করে কারাগারকে সংশোধনাগারে রূপান্তরের লক্ষ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরাণীগঞ্জে মাদক বিরোধী মোটিভেশনাল, মেডিটেশন ও কর্মমূখী বিভিন্ন প্রশিক্ষণ এবং বিভিন্ন খেলাধুলা সাংস্কৃতিক ও বিনোদনমূলক কার্যক্রম চালু আছে।
বন্দিদের মাদকাসক্ত জীবন থেকে মাদকমুক্ত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে “বঙ্গবন্ধু প্রিজন্স কাপ-২০২৩” ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।
বুধবার (৪ অক্টোবর) দুপুর ২.০০ ঘটিকায় উক্ত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জাতীয় সংসদ সদস্য জনাব মাশরাফী বিন মোর্ত্তজা এবং আরো উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ,এস,এম আনিসুল হক, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল সুজাউর রহমান, কারা উপ-মহাপরিদর্শক জনাব এ কে এম ফজলুল হক, সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে মাশরাফী বিন মোর্ত্তজা প্রধান অতিথির বক্তব্যে কারাগারের উন্নয়নমূলক এরূপ কর্মকান্ডে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং বন্দিদেরকে বিভিন্ন সংশোধনমূলক এবং মাদক বিরোধী এরূপ কার্যক্রম ও কারাগারে চলমান কর্মমূখী বিভিন্ন প্রশিক্ষণ লাভ করে বন্দিদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান।
তিনি আরো বলেন, বন্দিগণ সুনাগরিক হয়ে সমাজে ফিরে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় শামিল হলে বাংলাদেশ দ্রুতই উন্নত সমৃদ্ধশালী স্মার্ট সোনার বাংলায় রূপান্তির হবে।
বিশেষ অতিথি তার বক্তব্যে বন্দিদেরকে মাদকের পথ ত্যাগ করে সমাজে সুনাগরিক হিসেবে ফিরে এসে প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে ২০৪১ সালে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার অবদান রাখতে আহ্বান জানান।
সভাপতি সুভাষ কুমার ঘোষ সকলকে মাদক ও অপরাধ পরিহার করে মুক্ত জীবনে ফিরে গিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার আহ্বান জানান। আলোচনা শেষে প্রায় ১০ হাজার বন্দির নিয়ে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানটি উদ্বোধন ঘোষনা করেন।
বন্দিদের ৯টি ও স্টাফদের নিয়ে গঠিত ১টি মোট ১০টি টিম নিয়ে টুর্নামেন্ট আয়োজন করা হয়।
বন্দিদের কেইস টেবিল রাইটাস ও স্টাফদের কিংস সুপার স্টার উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন এবং জনাব মাশরাফী বিন মোর্ত্তজা বন্দিদের কেইস টেবিল রাইটাসদের পক্ষে বোলিং ও বেটিং করেন। বন্দিরা নির্মল আনন্দে মেতে উঠেন। সবাই মাশরাফী-কে কাছে পেয়ে উল্লাস প্রকাশ করেন।