প্রকাশ: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৫২ পিএম | অনলাইন সংস্করণ
রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে আগুনে পুড়ল একটি মাইক্রোবাস। আগুনের ঘটনার পর ফ্লাইওভারের ওপর যানজটের সৃষ্টি হয়।
শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, রাজধানীর হানিফ ফ্লাইওভারে একটি হাইস মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার সঙ্গে সঙ্গে চালক ও যাত্রীরা নিরাপদে বেরিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুনে গাড়ির প্রায় পুরোটাই পুড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহত নেই। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণও জানাতে পারেননি তিনি।