কোপেনহেগেনের (২০২৩ বৃহস্পতিবার) রাতে রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে , গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি , বিশ্ব শান্তির আলোকবর্তিকা, আধুনিক বাংলাদেশের রুপকার জননেত্রী শেখ হাসিনার ৭৭তম শুভ জন্মদিন উপলক্ষে, ডেনমার্ক আওয়ামী লীগের আয়োজনে জননেত্রীর গৌরবোজ্বল সংগ্রামী জীবনের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ।
ডেনমার্ক আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মোহাম্মদ শহীদের সভাপতিত্বে ও সংগ্রামী সাধারণ সম্পাদক সামি দাশের সঞ্চালনায় , প্রানপ্রিয় নেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় । পরে জাতির জনক বঙ্গবন্ধু কন্যার ত্যাগ ও সংগ্রামী জীবনের উপর আলচনায় অংশ নেন সংগঠনের উপদেষ্টা শাহাবউদ্দিন ভুইয়া , মাসুদ চৌধুরী ,সোয়েব মোঃ সাঈদ , শফিকুর রহমান , মাহবুব আলম ; সহ সভাপতি নিজাম উদ্দিন , সিনিয়র সদস্য আ ন ম আব্দুল খালেক আরিফ, সাবেক সারধারন সম্পাদক সাব্বির আহম্মেদ , যুগ্ম সাধারন সম্পাদক শরীফ তাহের কবীর , মোঃ রেজাউল করিম রাজু ; সাংগঠনিক সম্পাদক টিপু গোমস্তাসহ প্রমুখ নেতৃবৃন্দ ।
সভায় বক্তারা বলেন, বাঙ্গালী ও বিশ্ববাসীর জন্য জাতির পিতার শ্রেষ্ঠ উপহার – শেখ হাসিনা ! বক্তারা পরিস্কার ভাষায় বলেন, শেখ হাসিনার কর্মি হিসাবে আমরা গর্বিত , তিনি জাতির অহংকার, তিনি মানবতার প্রতীক । সারা বিশ্বে একমাত্র নেত্রী শেখ হাসিনা যিনি বিশ্ব নেতার মতো বারবার রাশিয়া – ইউক্রেন যুদ্ধ বন্ধের আহবান জানিয়েছেন , তিনি ১২ লক্ষ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বের মানবতাবাদী নেতা হিসাবে কাজ করে যাচ্ছেন ।
বক্তারা, গত ১৫বছর সরকারের অভুতপুর্ব সফলতা ও উন্নয়নের বিভিন্ন দিগ তুলে ধরেন এবং দেশের বিরুদ্ধে দেশী – আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহবান জানান।
বক্তার আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা জাতির অমুল্য সম্পদ , জাতির পিতার শ্রেষ্ঠ উপহার ! দুঃখী বাঙ্গালির সুখের পরশপাথর । তাকে রক্ষার জন্য , আমাদের সকলের সতর্ক থাকতে হবে । প্রতিদিন বুলেট তার পিছু তাড়া করছে । দেশ -বিদেশে মীর জাফর, মোস্তাক- জিয়ার প্রেতাত্মারা বুলেট তাক করে আছে ।
১৬কোটি বাঙ্গালীর প্রানের নেত্রী , জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে , নেতৃবৃন্দরা শুভ জন্মদিনের কেক কেটে দেশবাসীকে শুভেচ্ছা জানান ।