প্রকাশ: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৩৬ পিএম | অনলাইন সংস্করণ
দীর্ঘ সময় ধরে ওপেনিং জুটি নিয়ে ভুগছে বাংলাদেশ। লম্বা ক্যারিয়ারে যোগ্য সঙ্গী স্থায়ীভাবে পাননি তামিম ইকবাল। অনেক নাটকীয়তার পর দেশসেরা ওপেনার বিশ্বকাপ স্কোয়াডে নেই। তাতে বিশ্ব আসরে কম্বিনেশন ঠিক করা নিয়ে দুশ্চিন্তা থেকেই গিয়েছিল।
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে যেন বাংলাদেশের ওপেনিং জুটির সমাধানটা পাওয়া গেল। ১৩১ রানের জুটি গড়ে সেই বার্তাই দিলেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম।
ফর্মে ফেরা লিটন ৫৪ বলে ১০ চারে ৬১ রান করেন। শৈল্পিক ব্যাটিংয়ের জন্য নন্দিত ডানহাতি এ ব্যাটারের রান খরা টাইগার সমর্থকদের কপালে ফেলেছিল দুশ্চিন্তার ভাঁজ। শুক্রবার গৌহাটিতে যেন অফফর্মকে তিনি ঝেটিয়ে বিদায় করার প্রত্যয় নিয়েই খেললেন ছন্দময় ইনিংস।
এশিয়া কাপে অভিষিক্ত তানজিদ চার ওয়ানডে খেললেও নিজের জাত চেনাতে ব্যর্থ হন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ব্যাটার আজ ফিফটি তুলে নিয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭৮ বলে ৯ চারে ৭১ রানে অপরাজিত আছেন। বিশ্ব আসর শুরুর আগে এটি স্বস্তির বিষয়।
দিবারাত্রির ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। ৪৯.১ ওভারে অলআউট হওয়ার আগে বোর্ডে জমা করে ২৬৩ রান। জয়ের পথে ছুটে যাওয়া বাংলাদেশের স্কোর ২৪ ওভারে এক উইকেটে ১৫২ রান।