প্রকাশ: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ৭:২৩ পিএম | অনলাইন সংস্করণ
মঙ্গলবার হোম অব ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এ ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ পরেই বিসিবিতে পা রাখেন মাশরাফী বিন মোর্ত্তজা। এরপর বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। বৈঠক শেষে ফিরে যান টাইগারদের সাবেক এ অধিনায়ক।
বৈঠকে কোন প্রসঙ্গে আলোচনা হয়েছে সেটি অনেকটাই জানা! সেখানে সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্ব এবং বিশ্বকাপের দল ঘোষণার বিষয়টি স্থান পাওয়ার কথা। তবে এ নিয়ে মুখ খোলেননি মাশরাফী। শুধু সমস্যার প্রশ্নে একটি বাক্য বলেছেন, ‘কে বলেছে আপনাকে’।
তবে এই মুহূর্তে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় খবর- তামিমকে ছাড়াই বাংলাদেশের বিশ্বকাপ দল দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে আজ দুপুর ২টা নাগাদ মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন মাশরাফী। এর আধঘন্টা পর সেখানে হাজির হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পরবর্তীতে পাপনের সঙ্গে বৈঠক করেছেন মাশরাফী এমনটাই জানা যায়।
এদিন বেলা সাড়ে ৩টায় মাশরাফী যখন বিসিবি ত্যাগ করছিলেন তখন তার কাছে এক সাংবাদিক প্রশ্ন করেন যেখানেই সমস্যা সেখানেই কি আপনি? জবাবে ছোট করে মাশরাফী উত্তর দেন, ‘কে বলেছে আপনাকে’।
মাশরাফি বিসিবি ত্যাগ করলেও এখনো সেখানে রয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান তৃতীয় ওয়ানডে শেষে ঘোষণা করা হবে টাইগারদের বিশ্বকাপ দল। তার আগে নির্বাচক ও বোর্ড পরিচালকদের সঙ্গে শেষ সময়ের আলোচনা সেরে নিচ্ছেন বিসিবি বস।