প্রকাশ: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৪৮ পিএম | অনলাইন সংস্করণ
ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগের রমরমা কমিটি বাণিজ্য চলছে। রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজির খান রিয়াজ ও সাধারণ সম্পাদক মোঃ মাসুম ভুঁইয়া মিলে একের পর এক ইউনিয়ন কমিটির মাধ্যমে এ বাণিজ্য চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তৃণমূল ছাত্রলীগের নেতাকর্মীরা।
সম্প্রতি রূপগঞ্জের ৫ নং গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে সভাপতি করা হয়েছে বিবাহিত আল আমিনকে। তার স্ত্রীর নাম ঝর্ণা এবং এ দম্পত্তির একজন কন্যা সন্তানও রয়েছে। ঝর্ণা নিজেই তার স্বামীর নাম আলামিন বলে নিশ্চিত করে ভিডিওতে জানিয়েছেন।
এছাড়া রূপগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি তানজির খান রিয়াজ ও সাধারণ সম্পাদক মোঃ মাসুম ভুঁইয়া কয়েকদিন পর পরই বিভিন্ন ইউনিয়নের কমিটি গঠন করেন এবং মেয়াদ শেষ হওয়ার আগেই সেটি বিলুপ্ত করে দেন।
এসব অভিযোগের বিষয়ে তানজির খান রিয়াজ এবং মো. মাসুম ভূঁইয়াকে ফোন করা হলেও তারা রিসিভ করেননি। এমনকি, ক্ষুদেবার্তা পাঠালেও সেটির প্রতিউত্তর করেননি।