প্রকাশ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৩১ পিএম | অনলাইন সংস্করণ
রাজশাহী জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের নিয়ে নানামুখী আলোচনা শুরু হয়েছে। এ অবস্থায় বাঘা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা ছাত্রলীগের শীর্ষপদের প্রার্থী সোহানুর রহমান সোহাগের বিরুদ্ধে ধর্ষণ মামলার বিষয়টি সামনে নিয়ে আসে তার প্রতিপক্ষরা। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও তা প্রচার করা হয়।
তবে প্রকৃত সত্য হলো, মামলাটি হয়েছিল রাজনৈতিক প্রতিহিংসা থেকে। এ মামলা ইতিমধ্যেই খারিজও করে দিয়েছেন নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল ২ রাজশাহীর আদালত। এ সংক্রান্ত নথি ভোরের পাতার হাতে এসেছে। সেখানে দেখা গেছে, ২০২২ সালের ১৩ অক্টোবরইআদালত থেকে বাদী এবং বিবাদীর নাম উল্লেখ করে মামলাটি খারিজ হয়ে গেছে।
উল্লেখ্য, রাজশাহী জেলা ছাত্রলীগের সবশেষ কমিটি ২০২২ সালের ১৯ অক্টোবর ভেঙে দেয় তৎকালীন কেন্দ্রীয় কমিটি। এরপর জেলা ছাত্রলীগের কমিটি গঠনের জন্য বর্তমান কেন্দ্রীয় কমিটি চলতি বছরের ১০ জুলাই জীবনবৃত্তান্ত চেয়ে বিজ্ঞপ্তি দেয়। এরপর থেকেই শুরু হয় নতুন নেতৃত্বে আসর লড়াই। সেই লড়াইয়ে অনেকেরই নাম উঠে এসেছে। তাদেরই একজন বাঘা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহানুর রহমান সোহাগ। তার বিরুদ্ধে ধর্ষণ মামলা রয়েছে বলে অপপ্রচার চালিয়ে যাচ্ছে তার প্রতিপক্ষরা।
এদিকে, রাজশাহী জেলা ছাত্রলীগের কর্মীসভা হওয়ার কথা ছিল ২০ সেপ্টেম্বর। কিন্তু অনিবার্য কারণে সেটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে নতুন তারিখ জানানো হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী ইনান।