সাকিব আল হাসানের অনুপস্থিতিতে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। টসে জিতে বোলিং নেওয়ার বিষয়ে লিটন বলেন, ‘গত কয়েকদিন বৃষ্টি হয়েছে। উইকেটে আশাকরি বোলাররা সুবিধা পাবে। পেসার ও স্পিনার মিলিয়ে আমাদের দারুণ সমন্বয় আছে বোলিং বিভাগে। বাকিটা দেখি কী হয়।’
বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ এই সিরিজ। বাংলাদেশ এখনও বিশ্বকাপের দল ঘোষণা না করায় ক্রিকেটারদের মধ্যে কাজ করছে ভালো করার বাড়তি তাড়না। এই সিরিজে চোখ থাকবে সবার ওপর। কিউইদের বিপক্ষে দেশের মাটিতে বাংলাদেশের ওয়ানডে রেকর্ড যথেষ্ট ভালো। সর্বশেষ সাত ওয়ানডেতেই পেয়েছে জয়ের দেখা।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান, নুরুল হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বোয়েজ, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রচিন রবীন্দ্র, কোল ম্যাককোচি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।