প্রকাশ: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ৩:৩২ পিএম | অনলাইন সংস্করণ
আফগানিস্তানকে হারিয়ে কোনও রকমে সুপার ফোরে উঠলেও পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। আজ ভারতের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হয়েছে। কলম্বোয় টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছেন রোহিত শর্মা।
বাংলাদেশ একাদশে এনেছে একাধিক বদল। কিছু বদল অবশ্য বাধ্য হয়ে। হাসান মাহমুদকে বিশ্রাম দিয়ে অভিষেক হয়েছে ডানহাতি পেসার তানজিম হাসা সাকিবের। এছাড়া ছন্দহীন ওপেনার নাঈম শেখের বদলে একাদশে এসেছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। মুশফিকুর রহিমের অনুপস্থিতিতে খেলছেন এনামুল হক বিজয়। তাসকিন আহমেদও পেয়েছেন বিশ্রাম। একাদশে এসেছেন অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।
ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় ভারতও একাদশে পাঁচটি বদল এনেছে। এই ম্যাচে খেলছেন না বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, জাসপ্রিট বুমরাহ ও মোহাম্মদ সিরাজের মতোন তারকারা। ভারতের হয়ে অভিষেক হচ্ছে ব্যাটার তিলক বর্মার।
মোহাম্মদ শামির সঙ্গে পেস আক্রমণে আছেন প্রসিদ কৃষ্ণ। শার্দুল ঠাকুর ফিরেছেন একাদশে। কোহলির বদলে খেলানো হচ্ছে সূর্যকুমার যাদবকে। বাঁহাতি ব্যাটার তিলকও পেলেন নিজেকে প্রমাণের সুবর্ণ সুযোগ।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ,, শামীম হোসেন, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।