প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৪৬ এএম | অনলাইন সংস্করণ
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনের শুরু রাত সাড়ে ৩টার দিকে। ছয় ঘণ্টা পরও আগুন জ্বলছে। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা শাজাহান শিকদার জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে ৯টা ২৫ মিনিটে। তবে আগুন পুরোপুরি নিভে যায়নি। মার্কেটের প্রতিটি জায়গায় সার্চ করা হচ্ছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল। উদ্ধার ও সহায়তায় পুলিশ ও বিজিবিও মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করতে দেখা গেছে ফায়ার সার্ভিসের কর্মীদের। তারা জানায়, ভোর সাড়ে ৩টার পর রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। ৩টা ৪৩ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ৩টা ৫৭ মিনিটে কাজ শুরু করে।
মার্কেটের আশেপাশে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের কর্মীরা মার্কেটের ভেতরে ঢুকে প্রতিটি দোকানে ছড়িয়ে পড়া আগুন নেভাতে কাজ চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অনেক সময় লাগাচ্ছে। এছাড়া আগুন কিছুটা নিয়ন্ত্রণ আসার পর তাদের পানির সংকট দেখা দিয়েছে। যা আগুন নিয়ন্ত্রণে আনাকে বিলম্বিত করছে। সেই কারণেও আগুনের লেলিহান শিখা পুরো মার্কেটে ছড়িয়ে পড়েছে।