প্রকাশ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৪৯ পিএম | অনলাইন সংস্করণ
পটুয়াখালী জেলার অধীনস্থ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের কমিটিতে পদ দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আসিফ ইকবাল অনীকের বিরুদ্ধে। তার কথোপকথনের অডিও রেকর্ড, বিকাশে টাকা লেনদেনের তথ্য প্রমাণসহ, ক্রিনশর্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অনীকের বিরুদ্ধে ‘ ছাত্রলীগের পদ’ দিতে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ বর্তমান সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নাম ভাঙিয়ে টাকা হাতিয়ে নেওয়ার এসব অভিযোগ উঠেছে।
অডিও রেকর্ড ইতিমধ্যে গণমাধ্যমের হাতে এসে পৌঁছেছে। যেখানে শোনা যাচ্ছে-‘পটুয়াখালী গলাচিপা উপজেলা ছাত্রলীগের পদ-প্রত্যাশী ছাত্রলীগ কর্মীর কাছে টাকা জায়গা-মতো জমা দিতে বলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সাবেক ছাত্রলীগ ক্রিনশর্টে দেখা গেছে-ঢাকায় বসে কমিটি হবে, বর্তমান সাধারণ সম্পাদক ইনান নিজে থেকে করবে। এজন্য জায়গা মতো টাকা দেওয়া লাগবে’।
উপজেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সূত্রে জানা গেছে, অনীক পটুয়াখালী জেলার অন্যান্য উপজেলার ছাত্রলীগের বিভিন্ন পদ প্রত্যাশীদের কাছ থেকে টাকা ও মাছসহ নানারকম উপহার নেন। এর আগেও অনীক টাকা খেয়ে জয়-লেখক কমিটি থাকা অবস্থায় গলাচিপা উপজেলা ছাত্রলীগের কমিটি বিতর্কদের দিয়ে করিয়েছিল। এ ঘটনায় সেই সময় অনিকের বিরুদ্ধে জুতা মিছিল হয়েছে। অনীককে গলাচিপা উপজেলা থেকে অবাঞ্ছিত করাসহ নানা রকম আন্দোলনের মাধ্যমে সেই কমিটি বিলুপ্ত করানো হয়।
ছাত্রলীগের নেতা কর্মীরা বলছে, এবারও আসিফ ইকবাল অনীক বর্তমান সাধারণ সম্পাদক ইনানের নাম ভাঙিয়ে ও টাকার বিনিময়ে গলাচিপা উপজেলাসহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের কমিটি দেয়ার পায়তারা করছে। সে বিভিন্ন পদ প্রত্যাশীদের কাছে বলে ইনান তার অত্যন্ত ঘনিষ্ঠজন। ইনানকে সে নানারকম উপহার দেয় এবং ইনানকে সে যা বলবে সেই রকমই কমিটি হবে।
এ বিষয়ে অভিযুক্ত আসিফ ইকবাল অনীকের মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।