প্রকাশ: রোববার, ১০ সেপ্টেম্বর, ২০২৩, ৩:০২ এএম | অনলাইন সংস্করণ
ময়মনসিংহের নান্দাইল থেকে আফরিন দীনাকে (১৪) অপহরণের ৭২ ঘন্টার মধ্যে শুক্রবার রাতে গাজিপুর জেলার শ্রীপুর থেকে উদ্ধারসহ অপহরণকারী ফাহিম আহম্মেদকে (১৯) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
এই সফল অভিযানের নেতৃত্বে ছিলেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক হোসেন।
ডিবি পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, গত ০৬ সেপ্টেম্বর আফরিন দীনাকে নান্দাইল ভুমি অফিস সংলগ্ন এলাকা থেকে অপহরণকারীরা জোর
পূর্বক মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়।
অপহরণের তিনদিন পর এ ঘটনায় স্থানীয় নান্দাইল
থানায়-নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়।
দ্রুত ভিকটিম উদ্ধার ও আসামিদের গ্রেফতারের লক্ষে ময়মনসিংহের জেলা পুলিশ সুপার এসপি মাছুম আহমেদ ভুঞা মামলাটি ডিবি পুলিশকে তদন্ত করতে নির্দেশ প্রদান করেন। প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি টানা ৭২ ঘন্টা সতর্কতার সাথে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।
শনিবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ওসি ফারুহ হোসেন জানান, এসপি মাছুম আহম্মেদ ভুঞার সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় দ্রুত সময়ের মধ্যে অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।