প্রকাশ: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ৪:২৫ পিএম আপডেট: ০৯.০৯.২০২৩ ৪:২৯ পিএম | অনলাইন সংস্করণ
টাঙ্গাইলের দেলদুয়ারে বেইলি ব্রিজ ভেঙে বালুবাহী একটি ট্রাক পানিতে পড়ে গেছে। এতে জেলা শহরের সঙ্গে দেলদুয়ার উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
শনিবার (০৯ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া সড়কের দুল্যা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে চালকসহ পাঁচজনকে ট্রাকের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। একজনকে আহত অবস্থায় দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এবারসহ ব্রিজটি চারবার ভাঙল। আগে কাঠের সেতু থাকা অবস্থায় আরও দুবার ভেঙে পড়েছিল। বেইলি ব্রিজ হওয়ার পর দুবার ভেঙে পড়ে। সাময়িক মেরামতের পাশাপাশি নতুন করে সেতু নির্মাণের দাবি জানান এলাকাবাসী।
ব্রিজ ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চারজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় কারও মৃত্যু হয়নি। বিষয়টি সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সেহড়াতৈল গ্রামের আরশেদ আলী বলেন, ব্রিজটি ঝুঁকিপূর্ণ। দুপাশে সতর্কসংকেত দিয়ে সাইনবোর্ড টাঙানো রয়েছে। তার পরও অতিরিক্ত মালবোঝাই যানবাহন অহরহ চলাচল করে। গত রাতে বালুবোঝাই ট্রাকসহ সেতুটি ভেঙে পড়ে।
টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। ব্রিজটি সংস্কারের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। খুব দ্রুত মেরামত করে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
ভোরের পাতা/কে