প্রকাশ: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ২:১৯ পিএম আপডেট: ০৯.০৯.২০২৩ ২:২৬ পিএম | অনলাইন সংস্করণ
বৈশ্বিক সংকট কাটাতে সব দেশকে বিশ্বাস ও ভরসা নিয়ে চলার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার (৯ সেপ্টেম্বর) জি ২০ সম্মেলনে জোটের বর্তমান সভাপতি হিসেবে স্বাগত বক্তব্যে এ আহ্বান জানান তিনি। এসময় মোদি বলেন, কোভিডে তৈরি হওয়া বৈশ্বিক সংকট যুদ্ধের কারণে আরও বেড়েছে। এই সংকট কাটাতে সব দেশকে বিশ্বাস ভরসা নিয়ে চলার আহ্বান জানান তিনি।
মোদি বলেন, এই সংকট মোকাবেলায় উত্তর দক্ষিণের বিভাজন, পূর্ব পশ্চিমের দূরত্ব কমাতে হবে। খাদ্য, জ্বালানি, সারের ব্যবস্থাপনা কিংবা সন্ত্রাস-সাইবার নিরাপত্তা নিয়ে এক ভাবনায় চলার এখনই সময়।
জি-২০-এর স্থায়ী সদস্যপদ পেলো আফ্রিকা মহাদেশের ৫৫ দেশের সমন্বয়ে গঠিত আফ্রিকান ইউনিয়ন (এইউ)। সম্মেলনে জোটের নতুন সদস্য হিসেবে আফ্রিকান ইউনিয়নকে আমন্ত্রণ জানান জোটের বর্তমান সভাপতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।