প্রকাশ: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩, ৪:১৬ পিএম | অনলাইন সংস্করণ
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়ার নিয়োগ বাতিল করে দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার (০৮ সেপ্টেম্বর) তার নিয়োগ বাতিল করে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশে সলিসিটর রুনা নাহিদ আক্তার এ প্রজ্ঞাপন জারি করেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে সলিসিটর রুনা নাহিদ আক্তার এ প্রজ্ঞাপন জারি করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়, ‘দ্য বাংলাদেশ ল অফিসারস অর্ডার, ১৯৭২' এর ৪(১) অনুচ্ছেদ অনুসারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়ার নিয়োগাদেশ জনস্বার্থে বাতিলক্রমে তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’
এর আগে সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে বলে জানান আইনমন্ত্রী।
ভোরের পাতা/কে