প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৫:১৭ পিএম | অনলাইন সংস্করণ
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
বুধবার (০৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
অপহরণের শিকার দীপিকা চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার বাসিন্দা।
এখনও পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব না হলেও তিনি নিরাপদে আছেন বলে জানিয়েছেন লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. ফেরদৌস আরফিনা ওসমান।
বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বিভাগের ৪০ জন শিক্ষার্থীর একটি দল সাজেকের উদ্দেশে ঢাকা থেকে রওনা হয়। তাদের সঙ্গে বিভাগের একজন শিক্ষকও আছেন। বুধবার সাজেক ঢোকার পথে এই শিক্ষার্থীকে অপহরণ করা হয়।
লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. ফেরদৌস আরফিনা ওসমান বলেন, ‘মেয়েটা রেসকিউ হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা অপহরণ করেছে সেসব পাহাড়ি ছেলেরা তার মা-বাবার সঙ্গে যোগাযোগ করেছে।
‘তারা তাদের (মা-বাবা) কাছেই তাদের মেয়েকে হ্যান্ডওভার করবে। কিন্তু কোনো বাঙালির কাছে না। তার মা-বাবা তাকে রেস্কিউ করতে যাচ্ছে সেখানে।’
তিনি বলেন, আর্মি-পুলিশ সবাই অ্যাকশনে আছে। আমরা বিভাগ থেকে নিয়মিত যোগাযোগ রাখছি। মেয়েটা সেইফ আছে। মা-বাবার সঙ্গে মেয়েটার কথা হয়েছে। তারা এখন মেয়েকে আনতে রাঙ্গামাটির দিকে যাচ্ছেন।
এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অপহরণের বিষয়টি আমরা সর্বাধিক গুরুত্বের সঙ্গে দেখছি। বিজিবি, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে উদ্ধারে অভিযান শুরু করেছে।
ভোরের পাতা/কে