প্রকাশ: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৪০ পিএম | অনলাইন সংস্করণ
এশিয়া কাপে একমাত্র দল হিসেবে ম্যাচের আগের দিনই একাদশ ঘোষণা করছে পাকিস্তান। গ্রুপ পর্বের পর এবার সুপার ফোরের ম্যাচেও একই পথে হেঁটেছে তারা।
বুধবার (০৬ সেপ্টেম্বর) সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
নেপালকে বিশাল ব্যবধানে হারিয়ে এবং ভারতের সঙ্গে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ‘এ’ গ্রুপ থেকে সবার আগে সুপার ফোর নিশ্চিত করেছিল পাকিস্তান।
গতকাল নেপালকে ডাকওয়ার্থ লুইস মেথডে ১০ উইকেটে উড়িয়ে তাদের সঙ্গী ভারত। অন্যদিকে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হারের পর আফগানিস্তানকে ৮৯ রানে উড়িয়ে ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করে বাংলাদেশ।
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান একাদশ:
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহঅধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি এবং হারিস রউফ।
ভোরের পাতা/কে