প্রকাশ: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৪৫ পিএম | অনলাইন সংস্করণ
কয়েক ঘণ্টার ব্যবধানে ড. ইউনূসের মামলায় আবারও কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের প্রধান এবং একমাত্র আইনজীবী হিসেবে খুরশীদ আলমকে ঘোষণা করা হয়েছে।
সোমবার (০৪ সেপ্টেম্বর) আইনজীবী ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সোমবার রাতে খুরশীদ আলম খানের পল্টনের চেম্বারে যান কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে তার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন।
এর আগে শ্রম আদালতে নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান শ্রম আইন লঙ্ঘনের মামলায় অধিদপ্তরের পক্ষে আইনি লড়াই থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।
কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তরে আইনজীবী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর সৈয়দ হায়দার আলীকে নিয়োগ দেওয়ায় এ সিদ্ধান্ত নেন তিনি। সোমবার (৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছিলেন খুরশীদ আলম খান নিজেই।
এদিন দিনের শুরুতে জ্যেষ্ঠ এই আইনজীবী বলেন, শুরু থেকে এই মামলাটি আমি করে আসছি। শুধু শ্রম আদালত নয়, আপিল ও হাইকোর্ট বিভাগে আমি সরকারি প্রতিষ্ঠানের পক্ষে মামলাটি করে এ পর্যায়ে নিয়ে এসেছি। এখন আমি মামলাটি একাই করতে চাই। তবে ক্লায়েন্টকে বলেছি দু’জনকে রাখলে আমি থাকব না।
প্রসঙ্গত, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলাটি শ্রম আদালতে বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। গত ৬ জুন ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলায় ড. ইউনূসসহ চারজনের আনুষ্ঠানিক বিচার শুরু হয়। অন্য তিনজন হলেন এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানকে মামলায় বিবাদী করা হয়।
ভোরের পাতা/কে