রায়গঞ্জে বহিস্কৃত মোহতামিমের স্ব-পদে ফিরতে মাদ্রাসা দখলের চেষ্টা করার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৩০ পিএম | অনলাইন সংস্করণ
রায়গঞ্জে মাদ্রাসার টাকা আত্মস্যাতকারী, নানা অনৈতিক কাজে জড়িত ও বহিস্কৃত মোহতামিম মাহমুদুল আলম ও তার দোসরদের বেতুয়া মাদ্রাসা দখলের চেষ্টা করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৪টায় রায়গঞ্জ প্রেসক্লাব চত্বরে এলাকাবাসী এই বিশাল মানব বন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বেতুয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য জাকির হোসেন দুলাল, স্থানীয় ইউপি সদস্য মাহবুব আলম, খোন্দকার মোহাম্মাদ শফি, হাজী সাইদুল ইসলাম, এলাকার প্রধান ছানোয়ার হোসেন প্রমুখ।
বক্তরা বলেন, বহিস্কৃত মোহতামিম মাহমুদুল আলম মাদ্রাসার অর্থ আত্মস্যাৎ করাসহ নানা প্রকার অনৈতিক কার্যকলাপের কারণে বহিস্কৃত হওয়ার পরও তার বিভিন্ন দোসরদের সাথে নিয়ে মাদ্রাসা দখল করে তার সপদে আসীন হওয়ার চেষ্টা করছেন। আমরা ঐ দুর্নীতিপরায়ন মাহমুদুল আলমের বিরুদ্ধে দায়েরকৃত মামলার চার্জশীট প্রদানের জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানান।