কুমিল্লা দাউদকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়নের নির্দেশে বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেলের নেতৃত্বে সন্ত্রাসী রানা ও খাজাসহ কয়েকজন একটি সিএনজি পাম্পে আগত একটি গাড়ি থেকে ১ কোটি ৭০ লাখ টাকার ডাকাতি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রোববার রাতে সশস্ত্র বাহিনী নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান নয়নের ক্যাডার বাহিনী সোহেল ও অন্যরা ঢাকা - চট্টগ্রাম মহাসড়কে অবস্থিত মোহন সিএনজি পাম্প থেমে থাকা একটি গাড়ি থেকে অস্ত্রের মুখে ১ কোটি ৭০ লাখ টাকা ডাকাতি করে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, রোববার রাতে মোহন সিএনজি পাম্পের গতকাল রাতের সিসি ক্যামেরা ফুটেজ দেখলেই সব ক্লিয়ার হয়ে যাবে। একজন জনপ্রতিনিধির ক্যাডাররা কিভাবে সরাসরি ডাকাতি করে, বিষয়টি বোধগম্য নয়।
এদিকে, বিষয়টি ধামাচাপা দিতে পুলিশের সাথে আলোচনা সোমবার দুপুরের পর থেকেই স্থানীয় পুলিশের সাথে দেনদরবার চলছে বলে নিশ্চিত হয়েছে ভোরের পাতা।
এ বিষয়ে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল খানকে ফোন করলে তিনি রিসিভ করেননি। তবে হোয়াটসঅ্যাপ ইনবক্সে বিষয়বস্তু উল্লেখ করে মেসেজ সিন (দেখা) করলেও তার কোনো উত্তর দেননি।
একই বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আসফাকুজ্জামামকে কল করলে তারা ফোন রিসিভ করেননি।