প্রকাশ: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ৫:২৬ পিএম | অনলাইন সংস্করণ
মক্কা থেকে ফিরেই একেবারে নতুন মানুষ তিনি! এবার নামও বদলে নিলেন ছোট পর্দার ‘ড্রামা কুইন’।
এদিন রাখি মুম্বাই বিমানবন্দরে পা রাখতেই তার কিছু ভক্ত তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। তিনি যখন মুম্বাই বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন, তখন ফটোগ্রাফাররা তাকে ‘রাখি জি, রাখি জি’ করে ডাকতে থাকেন। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘রাখি নয়, ফাতিমা বলে ডাকুন।’
কিন্তু ওমরাহ করে আসার পর তিনি যে সবাইকে অন্য নামে তাকে ডাকতে বলছেন, তবে কি তিনি খাতাকলমে তা বদলাতে চলেছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রাখি বলেন, ঈশ্বর আমাকে এভাবেই বানিয়েছেন। উনি চান না আমি খাতাকলমে আমার নাম বদলাই।
এদিকে ওমরাহ করতে মক্কায় পৌঁছে পবিত্র কাবা শরিফের সামনে তার কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তাতে দেখা যায়, কেঁদে কেঁদে রাখি বলছেন— ‘হে আল্লাহ, আমি কী করব? বলিউড তারকা হওয়ার স্বপ্নে আমাকে বিয়ে করেছে আদিল। আমার জীবন নষ্ট করেছে। আমি আমার প্রার্থনা জানাতে এসেছি, আপনি বিচার করুন।’
আদিল দুরানির সঙ্গে বিয়ের সময়েই নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি। তার ও আদিলের বিয়ের খবর প্রকাশ্যে আসার পরে একাধিকবার বোরকা পরেও দেখা গিয়েছিল রাখিকে।
তারপর অবশ্য নিজের চেনা চেহারাতেই ফিরে এসেছিলেন ‘বিগ বস’ খ্যাত তারকা। সম্প্রতি আদিলের সঙ্গে তার ঝামেলার খবর প্রকাশ্যে আসতেই ফের আলোচনায় ফিরেছেন রাখি। ক্যামেরার সামনে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন।
কয়েক সপ্তাহ আগে রাখির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন তার প্রিয় বন্ধু রাজশ্রীও। রাজশ্রী অভিযোগ করেন, রাখির প্রাক্তন স্বামী আদিল যেদিন প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় প্রকাশ্যে আসেন, সেদিনই নাকি রাজশ্রীকে ফোন করে রীতিমতো শাসিয়েছেন রাখি। যদিও তাকে হুঁশিয়ারি দিয়ে ঠিক কী কী বলেছেন রাখি, তা এখনো প্রকাশ্যে আসেনি। সঠিক সময়ে সব তথ্য জনসমক্ষে আনবেন বলে দাবি রাজশ্রীর।