প্রকাশ: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৩৪ পিএম আপডেট: ০৪.০৯.২০২৩ ৪:৩৯ পিএম | অনলাইন সংস্করণ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিন ভাই নিহত হয়েছেন।
সোমবার (০৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বড়পোল-পৌরনবিবি সড়কের আব্দুর রব উচ্চ বিদ্যালয় সংলগ্ন হাসান হুজুরের মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘাটলা গ্রামের সর্দার বাড়ির আব্দুল দাইয়ানের ছেলে আরাফাত হোসেন শুভ ও তার ছোট ভাই মোহাম্মদ হৃদয় এবং তাদের জেঠাতো ভাই একই বাড়ির মো.কামাল হোসেনের ছেলে মো.জাহেদ।
বিষয়টি নিশ্চিত করেছেন কাদিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.সালাহ উদ্দিন।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) জাকির হোসেন জানান, সকালে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন তিন ভাই। একপর্যায়ে তারা স্থানীয় ঘাটলা আব্দুর রব উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে হোরম্বি বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে ওই এলাকার হাসান হুজুরের মাদরাসা সংলগ্ন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান দুই ভাই। গুরুতর আহত অবস্থায় আরেক ভাইকে উদ্ধার করে প্রথমে উপজেলার চৌমুহনী বাজারের লাইফ কেয়ার হাসপাতালে পরে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনিও।
বেগমগঞ্জ থানার এসএসআই মো.রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে ভুক্তভোগী পরিবার থানায় অবহিত করেনি।
বেগমগঞ্জ থানার ডিউটি কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের পাতা/কে