প্রকাশ: রোববার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৫৫ পিএম আপডেট: ০৩.০৯.২০২৩ ৮:৫৯ পিএম | অনলাইন সংস্করণ
জয়ের সম্ভাবনা জাগিয়েও হলো না। গোলের সহজ সুযোগ মিস করায় আফগানদের বাগে পেয়েও হারাতে পারেনি স্বাগতিক বাংলাদেশ। ফিফা প্রীতি ম্যাচটি শেষ পর্যন্ত গোল শূন্য (০-০) ড্রয়ে মীমাংসা হয়।
বসুন্ধরা কিংসের মাঠ কিংস অ্যারেনা আজকের এই ম্যাচ আয়োজন করার মধ্য দিয়ে আন্তর্জাতিক স্টেডিয়ামের স্বীকৃতি পেল। অসাধারণ মূহুর্তটি জয় দিয়ে রাঙাতে পারেনি বাংলাদেশ। গোল না করতে পারার ‘বদভ্যাস’ আজকেও ভুগিয়েছে বাংলাদেশকে।
৫৪ মিনিটে মোরছালিনের সুযোগটার কথাই চিন্তা করুন। রাকিব হোসেনের ক্রস থেকে বল আয়ত্ত্বে এনেছিলেন, সামনে ছিলেন শুধুই আফগান গোলকিপার ফয়সাল হামিদি। মাথা ঠান্ডা করে প্লেস করবেন কি, উলটো পোস্টের ওপর দিয়ে বল মেরে সুযোগ হারালেন। ৬২ মিনিটেও একই কাহিনি। ফয়সাল আহমেদ ফাহিমের ক্রস আফগান রক্ষণভাগ ঠিকঠাক সামলাতে না পারলে বল চলে যায় রাকিবের পায়ে। তিনিও ঠিক ওই সময়টাতেই গোল করতে ভুলে গেলেন। আর হাঁপ ছেড়ে বাঁচল আফগানরা।
ম্যাচের শেষ দিকে দুর্দান্ত দুটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু গোলের সুযোগ নষ্ট করে লাল সবুজের দল। যে কারণে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে। বৃহস্পতিবার সিরিজের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান।