প্রকাশ: রোববার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৪৮ পিএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশ বেতারের সিলেট নগরের মীরের ময়দান এলাকায় অবস্থিত কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (০৩ সেপ্টেম্বর) দুপুরে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) যন্ত্র বিস্ফোরণে এই আগুন লাগে বলে বেতার কর্তৃপক্ষ জানিয়েছে। বেলা দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও কেন্দ্রটির তিনটি এফএম চ্যানেলের সম্প্রচার বন্ধ আছে।
বেতারের সিলেট কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী কামাল হোসেন বলেন, ৫ টনের একটি এসির কম্প্রেশার বিস্ফোরণ ঘটেছে। এতে শুধুমাত্র এফএম সম্প্রচার বন্ধ রয়েছে। বাকি সব ঠিকঠাক চলছে। আমরা কাজ করছি। আশা করছি কিছু সময়ের মধ্যে সমাধান হবে।
ফায়ার সার্ভিস সিলেটের সিনিয়র স্টেশন ম্যানেজার বেলাল হোসেন বলেন, দুপুর ১২টা ৫৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।
ভোরের পাতা/কে