প্রকাশ: রোববার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৫২ এএম | অনলাইন সংস্করণ
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্স থেকে গাঁজা ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। এ সময় ২জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
শনিবার (২ সেপ্টেম্বর) তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার ছোট দেওরা এলাকার বাসিন্দা ট্রাকচালক মো. আবু নাঈম (২৮) ও একই থানার শান্তি পল্লী এলাকার চালকের সহকারী মো. আশরাফ (৩০)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন জানান, শুক্রবার সকালে ময়লা-আবর্জনা আনতে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ঢুকছিল গাজীপুর সিটি করপোরেশনের ডাম্প ট্রাক।
এ সময় তল্লাশি করে কারারক্ষীরা ট্রাকের সিট কাভারের ভেতর থেকে কালো টেপ দিয়ে প্যাঁচানো প্রায় ২৫০ গ্রাম গাঁজা, দু’টি দা, একটি চাকু এবং দু’টি মোবাইল ফোন উদ্ধার এবং গাজীপুর সিটি করপোরেশনের ট্রাক চালকসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়। পরে ওই দু’জনকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে।
তিনি জানান, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।