সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বাঁচা-মরার ম্যাচে আফগানদের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে বাংলাদেশ!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ২:২৩ এএম আপডেট: ০৩.০৯.২০২৩ ২:৩১ এএম | অনলাইন সংস্করণ

হারলেই এশিয়া কাপ শেষ। এমন সমীকরণের ম্যাচে রোববার (৩ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।পাহাড়সম চাপ নিয়ে নামলেও, আফগানদের কাছে নেতিবাচক ফল তাদের বিদ্ধ করবে সমালোচনার কঠিন বিষে। এমন অবস্থায় ম্যাচটি জিতে সুপার ফোরের পথ সুগম করতে চাইবে টাইগাররা। যদিও এরপর তাদের সমীকরণ মেলাতে হতে পারে। 

বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩ টায় খেলাটি শুরু হবে। বাঁচা-মরার এই ম্যাচে বাংলাদেশের একাদশে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম 'ইএসপিএন ক্রিকইনফো' এক প্রতিবেদনে জানিয়েছে, এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত ভারত-পাকিস্তান মহারণে সবার চোখ থাকলেও আফগান-টাইগার ম্যাচও ক্রিকেটপ্রেমীদের রসদ জোগাচ্ছে। কারণ, এই ম্যাচে যে দল জিতবে, তারাই সুপার ফোরের পথে অনেকটা এগিয়ে যাবে।

শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১৬৪ রানে অলআউট হয়ে গিয়েছিল বাংলাদেশ দল। একমাত্র নাজমুল হোসেন শান্ত ছাড়া কোনও ব্যাটারই জ্বলে উঠতে পারেনি। ফলে আফগানদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তন আসতে পারে। কারণ অনাভিজ্ঞ টপ অর্ডারের মতো মিডল অর্ডারেও ছিল ব্যর্থ।

শ্রীলঙ্কার বিপক্ষে ব্যর্থ হয়েছেন দুই ওপেনার নাঈম শেখ ও অভিষিক্ত তানজিদ হাসান তামিম। আফগান ম্যাচে এদের মধ্যে একজনকে বাদ দিয়ে ডানহাতি ব্যাটার এনামুল হক বিজয় খেলতে পারেন। আর গত ম্যাচে ব্যর্থ হয়েছেন শেখ মাহেদি হাসানের পরিবর্তে সুযোগ পেতে পারেন আফিফ হোসেন বা শামিম পাটওয়ারী।

গত ম্যাচে শুরুতে স্বাগতিকদের চেপে ধরেছিল লাল-সবুজ জার্সিধারী বোলাররা। তবে শেষ পর্যন্ত সেই চাপ ধরে রাখতে পারেননি তারা। ফলে বোলিং আক্রমণেও কিছু রদবদল ঘটতে পারে। দলের মূল পেসার মুস্তাফিজুর রহমানের চোটের শঙ্কা থাকায় হাসান মাহমুদকে খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাইম/তানজিদ হাসান, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন/শামিম পাটওয়ারী, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান/হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]