প্রকাশ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৪৬ পিএম | অনলাইন সংস্করণ
টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ডে বল্লা রোডে শিহাব মটরস নামে পুরাতন মটর ও পার্টসের দোকানের মালামাল চুরি হয়েছে।দোকান মালিক আদালতে মামলা করায় প্রাণ নাশের হুমকি দিচ্ছেন অভিযুক্তরা।তাদের ভয়ে দোকান খুলতে পারছেন না দোকান মালিক এস,এম মামুনুর রশিদ।
ভুক্তভোগি ও মামলা সূত্রে জানাগেছে, উপজেলার সাতুটিয়া গ্রামের এস,এম মামুনুর রশিদ কালিহাতী বাসস্ট্যান্ডে বল্লা রোডে দোকান ঘর ভাড়া নিয়ে পুরাতন মটর পার্টস ,মেশিনারীজ ইলেকট্রিক সহ বিভিন্ন যন্ত্রপাতি ব্যবসা পরিচালনা করে আসছিল।
সম্প্রতি দুপুরে দোকান মালিক এস,এম মামুনুর রশিদ দোকান তালা দিয়ে বাড়িতে খাবার খেতে যান। পূর্ব শত্রুতা জের ধরে পূর্ব থেকে উৎপেতে থাকা কালিহাতী সদরের বেতডোবা এলাকার মৃত হাসান কাজীর ছেলে আরমান আলী(২৬),ফরমান আলী(২২),সাতুটিয়া এলাকার মৃত কাঞ্জু মিয়ার ছেলে সোনা মিয়ার (২০) সহ একটি চক্র দোকানের তালা ভেঙ্গে এক লাখ ৭ হাজার টাকার মালা মাল সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চলে যায়। বিষয়টি প্রত্যক্ষদর্শীরা দোকান মালিকে জানালে দোকান মালিক আদালতে মামলা করে। মামলা করায় পর থেকে তাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছেন অভিযুক্তরা। তাদের ভয়ে দোকান খুলতে পারছেন না।দীর্ঘদিন দোকান বন্ধ থাকায় আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্থ হচ্ছে দোকান মালিক।
এব্যাপারে অভিযুক্ত সোনা মিয়া জানান,এঘটনা মিথ্যা,মিথ্যা মামলায় আমাদের হয়রানি করা হচ্ছে।
এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা কালিহাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান শেখ জানান, অভিযোগওে তদন্ত চলছে।তদন্ত শেষে প্রতিবেদন তৈরী করে আদালতে প্রেরণ করা হবে।