প্রকাশ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৪৭ পিএম | অনলাইন সংস্করণ
শরীয়তপুরে ডিসির বাসভবনের সামনে অবৈধভাবে ড্রেজার লাগিয়ে পুকুর ভরাট করার অপরাধে দুই ড্রেজার ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার রাত ১২ টার সময় শহরের ডিসির বাসভবনের সামনে পুকুর ভরাটের সময় তাদের আটক করে ভ্রাম্যমান আদালত তাদের ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকার মালেক বেপারীর ছেলে বিল্লাল বেপারী (৩৫) ও পটুয়াখালী জেলার আরিফ হাওলাদার (৩৩)।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ সুত্রধর। পালং মডেল থানা পুলিশের একটি দল আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, রাতের আঁধারে ডিসি স্যারের বাসভবনের সামনে একটি পূরনো পুকুর ড্রেজার দিয়ে বালু ফেলে ভরাট শুরু করে একটি চক্র। এ সংবাদ পেয়ে পুলিশের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে অভিযান চালিয়ে দুইজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন। আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।