প্রকাশ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ৬:২৪ পিএম আপডেট: ০২.০৯.২০২৩ ৬:২৫ পিএম | অনলাইন সংস্করণ
একুশে পদকপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য মরহুম আব্দুল জব্বারের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসের বাংলাদেশ জামে মসজিদ অবারভিলিয়ায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্যারিসের বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
মিলাদ মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলোওয়ার হোসেন কয়েছ , বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি চৌধুরী সালেহ আহমেদ, কমিউনিটি ব্যক্তিত্ব মিজান চৌধুরী মিন্টু, প্যারিস মহানগর আওয়ামী লীগের সভাপতি খান সাইফুল, ফ্রান্স আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শওকত হায়াত বিপ্লব, জুবের আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক রবিউল হাসান, স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী ফ্রান্সের সভাপতি এমদাদুল হক স্বপন, আইছার সভাপতি ওবায়দুল্লাহ কয়েছ, বাংলাদেশ ফার্নিচার এর কর্নধার মিয়া মাসুদ, ফ্রান্স ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, সাংবাদিক আবু তাহির, সময় টিভির ফ্রান্স প্রতিনিধি লুৎফর রহমান বাবু, এনটিভি ইউরোপের ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুন, ডিবিসি নিউজের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর, মরহুম আব্দুল জব্বারের পুত্র হুমায়ূন কবির, চৌধুরী মারুফ অমিত, আতিক হাসান সহ আরো অনেক।
পরে মরহুম আব্দুল জব্বারের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
মরহুম আব্দুল জব্বার ছিলেন গণমানুষের নেতা। লোভ লালসার ঊর্ধ্বে উঠে এসে তিনি সবসময় মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আব্দুল জব্বার ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয়দফা, ঊনসত্তরের গণঅভ্যূত্থানে সক্রিয় ভূমিকা পালন করেন।
এছাড়া তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন সংঘঠক ও যোদ্ধা। ১৯৯২ সালের ২৮শে আগষ্ট তিনি মৃত্যুবরণ করেন। ২০২০ সালে বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করেন।
উল্লেখ্য বর্তমান আব্দুল জব্বারের একপুত্র আবু জাফর রাজু প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।