প্রকাশ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৩২ এএম | অনলাইন সংস্করণ
রাশিয়া ক্রিমিয়া সেতুর ওপর হামলা চালানোর উদ্দেশে আসা ইউক্রেনের তিনটি নৌ ড্রোন ধ্বংস করেছে। মস্কো শনিবার এ কথা জানিয়েছে।
টেলিগ্রামে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ২ সেপ্টেম্বর ক্রিমিয়া সেতুতে সন্ত্রাসী হামলা চালানোর জন্যে কিয়েভের পাঠানো মনুষ্যবিহীন তৃতীয় নৌকাটি কৃষ্ণ সাগরে ধ্বংস করা হয়েছে।
মন্ত্রণালয় আরো বলেছে, একটি ড্রোন শুক্রবার এবং বাকি দু’টি শনিবার ধ্বংস করা হয়।
কিয়েভ চাচ্ছে ক্রিমিয়া পুনর্দখল করতে। এ লক্ষে রাশিয়ার মূল ভূখন্ডকে যুক্তকারী ক্রিমিয়া সেতু ধ্বংসের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন।
রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে। ইউক্রেন সম্প্রতি বারবার ক্রিমিয়াকে টার্গেট করছে।
জুলাইয়ে ইউক্রেনের হামলায় সেতুর সড়ক অংশের ব্যাপক ক্ষতি হয়। এই সেতু দিয়ে সামরিক সরঞ্জাম ও সরবরাহ করা হয়। খবর: বাসস