প্রকাশ: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৩৫ পিএম | অনলাইন সংস্করণ
এবার মন্ত্রীর বাসা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) লক্ষ্ণৌর এক মন্ত্রীর বাসা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, গুলিবিদ্ধ ওই যুবকের নাম বিনয় শ্রিভাস্তব। শুক্রবার লক্ষ্ণৌর ঠাকুরগঞ্জ পুলিশ স্টেশনের বেগাড়িয়া এলাকায় মন্ত্রী কুশাল কিশোরের বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত বিনয় মন্ত্রীর ছেলে বিকাশ কিশোরের বন্ধু। ঘটনাস্থল থেকে তার নামে নিবন্ধিত একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
সাউথ ডিস্ট্রিক পুলিশের ডেপুটি কমিশনার রাহুল রাজ জানান, নিহতে বিকাশের ভাই হত্যার অভিযোগে থানায় একটি এফআইআর দাখিল করেছেন। তার মাথায় আগাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া তার কাছ থেকে মন্ত্রীপুত্র কিশোরের উদ্ধার করা পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ঘটনার রহস্য উদঘটনে পুলিশ কাজ করছে।
ডেপুটি কমিশনার জানান, ঘটনাস্থলে ফরেনসিক বিভাগের প্রতিনিধি দল গেছে। এ ছাড়া পিস্তলটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, গতকাল রাতে অন্তত ছয় ব্যক্তি মন্ত্রীর ছেলের সাথে তাদের বাসায় এসেছিলেন। তারা গভীর রাত পর্যন্ত পার্টি করেন। ফলে ঘটনা আসলে কী ঘটেছিল তা স্পষ্ট নয়। এ ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ খোঁজ করা হচ্ছে।