প্রকাশ: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৪২ পিএম | অনলাইন সংস্করণ
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। এই দুটি ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ভেন্যু হিসেবে অভিষেক হতে যাচ্ছে বসুন্ধরা কিংস অ্যারেনার। আগামী ৪ ও ৭ সেপ্টেম্বর ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সময়সূচির কিছুটা পরিবর্তন হয়েছে। প্রথম ম্যাচ একদিন এগিয়ে আনা হয়েছে। ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ।
শুক্রবার (০১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সূচি বদলানোর কারণ উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে জানিয়েছে, 'আফগানিস্তান জাতীয় ফুটবল দল ও ফিফার পরামর্শ অনুযায়ী প্রথম ম্যাচটি আগামী ০৪-০৯-২০২৩ তারিখের পরিবর্তে আগামী ০৩-০৯-২০২৩ তারিখ অনুষ্ঠিত হবে। ০৭-০৯-২০২৩ তারিখের ম্যাচটি অপরিবর্তিত থাকবে।'
ম্যাচ দুটির ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনাকে। বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হবে কিংস অ্যারেনার। দুই বছর আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু হওয়ার পর থেকে বাফুফে একমাত্র হোম ভেন্যু হিসেবে সিলেট জেলা স্টেডিয়ামকে ব্যবহার করে আসছে। এবার সেটার সঙ্গে যুক্ত হচ্ছে নতুন একটি ভেন্যু।
ভোরের পাতা/কে